নাটোরে বিক্রির জন্য কেনা ভিজিডির ৪৩ বস্তা চাল জব্দ

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-14 18:28:56

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর বাজার থেকে বিক্রির উদ্দেশ্যে কেনা ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ৪৩ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহতো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চালগুলো জব্দ করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিনে তাজপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে ৩ বস্তা করে চাল পান কার্ডধারীরা। পরে উপকারভোগী ১৩ জনের কাছ থেকে ৪৩ বস্তা চাল ক্রয় করেন তাজপুর গ্রামের ওফিস উদ্দিনের ছেলে আলতাফ হোসেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে তাজপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩ বস্তা চাল জব্দ করা হয়।

ভিজিডি চালের ক্রেতা আলতাফ হোসেন জানান, তিনি তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারীদের কাছ থেকে চাল ক্রয় করেছেন। সে চালগুলো বিক্রির জন্য তাজপুর বাজারে রেখেছিলেন। এটা কোনো অবৈধ চাল নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি কোনো সুবিধাভোগীর চাল বিক্রির নিয়ম নেই। কেন উপকারভোগীরা কার্ডের চাল বিক্রি করেছে, সে জন্য বুধবার তাদেরকে অফিসে ডাকা হয়েছে। যারা ভিজিডি কার্ডের চাল বিক্রি করেছে, তাদের কার্ড বাতিল করা হবে।

এ সম্পর্কিত আরও খবর