বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ৯ বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 10:35:12

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে জমির পুত্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঘরসহ মূল্যবান মালামাল পুড়ে তাদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, সকালে হঠাৎ দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এতে মুহূর্তেই আগুন পাশের আরও ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে বাহার মিয়া, বাবুল মিয়া, শাহজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রাসেল ও শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাহার মিয়া ও বাবুল মিয়া বলেন, ‘আগুনে আসবাবপত্রসহ আমাদের ঘরগুলো পুড়ে গেছে। নতুন করে ঘর নির্মাণ করা আমাদের জন্য কষ্টসাধ্য। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।’

করপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শাহ আলম ও শাহাব উদ্দিন জানান, ঘটনাটি মর্মান্তিক। ঘরসহ মালামাল পুড়ে গিয়ে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর