সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-25 03:25:24

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৫ সেপ্টেম্বর এ চূড়ান্ত বরখাস্তাদেশ দেওয়া হয়। গত মঙ্গলবার এ প্রজ্ঞাপন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।

মোজাম্মেল হোসেনকে চূড়ান্তভাবে অপসারণের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক তন্ময় দাস।

তিনি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে পাঠিয়ে দেওয়া হবে । তিনি পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান বলেন, চেয়ারম্যানকে চূড়ান্ত অপসারণ করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো চিঠি পাননি।

ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারি বিধি যথাযথভাবে অনুসরণ না করা, এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি সহ বেশ কিছু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৮ জুলাই প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ছাড়াও মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক নারীকে পরিষদ কার্যালয়ে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি ওই মামলার অভিযোগপত্র ভুক্ত প্রধান আসামি।

এ সম্পর্কিত আরও খবর