নানা আয়ােজনে কুড়িগ্রামে লেখক শামসুল হককে স্মরণ

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-09-01 18:20:45

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মশহর কুড়িগ্রামে নানা আয়ােজনের মধ্য দিয়ে তার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ চত্ত্বরে তার সমাধীতে জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জােট, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।

পুষ্পার্ঘ অর্পণ শেষে কবির সমাধী চত্ত্বরে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মােছা: সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মাে: হাফিজুর রহমান, এডিএম জিলুফা, পাবলিক প্রসিকিউটর এডভােকেট আব্রাহাম লিংকন, সাংবাদিক শফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জােটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যাৈতি আহমদ, সাংস্কৃতিক সংগঠক দুলাল বােস, ইমতে আহসান শিলু প্রমুখ।

পরে একটি শােক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এই গুণী লেখকের বর্ণাঢ্য জীবন নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশ বরণ্য এই লেখক ২০১৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার ইচ্ছায় তাকে তার নিজ ভূমি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্ত্বরে সমাহিত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর