দূর হল বড়াল নদের প্রতিবন্ধকতা

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-13 21:42:31

পাবনা চাটমোহরের বড়াল নদে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করছিল অসাধু কিছু মানুষ। যার ফলে বড়াল হারিয়ে ফেলেছিলো স্বাভাবিক প্রবাহ। দীর্ঘদিন পর নদের পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করায় ফিরে পেয়েছে স্বাভাবিক গতিপথ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বাঁধ, খড়া ও বানা মুক্ত গতিশীল বড়াল আগের মতো প্রাণ ফিরে পেয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বড়াল নদে বাঁধ অপসারণ অভিযান চালায় চাটমোহর উপজেলা প্রশাসন।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার জানান, স্থানীয়দের অভিযোগ আর সরেজমিনে সত্যতা পাওয়ায় নদ থেকে সকল প্রতিবন্ধকতা অপসারণে তিনি উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নির্দেশ পাওয়ার পরপরই বড়াল নদে বাঁধ, বানা ও খড়া অপসারণে অভিযান চালায়।

এ সময় বড়াল নদের নতুন বাজার খেয়াঘাট থেকে দোলং ফকিরপাড়া এলাকা পর্যন্ত ৪ টি খড়া জাল ও একটি বানা অপসারণ করেন।

ইউএনও অসীম কুমার বলেন, পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধকতা অপসারণ করে নদকে সচল রাখতে সর্বদা চেষ্টা করা হবে। স্থানীয় সচেতন মহলকেও বড়াল সচল রাখতে এগিয়ে আসতে হবে বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর হলেও বড়াল নানা প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যেই এ অভিযান চালানো হলে খুব সহসাই আসল রূপে ফিরে আসবে বড়াল নদ এমন প্রত্যাশা তাদের।

এ সম্পর্কিত আরও খবর