সিলেটে এবার ৬০৮ টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৪ টি মণ্ডপে পারিবারিকভাবে ও অন্যগুলোতে সার্বজনীন পূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৬ অক্টোবর মহাঅষ্টমী, ৭ অক্টোবর মহানবমী অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে এ দুর্গাপূজা শেষ হবে। পূজা উদযাপনের জন্য আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সিলেটে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিমাকে সুন্দর করে তুলতে কাজ করছেন কারিগররা।
কারিগর সুজিত জানান, প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে দূর্গাকে সাজানোর কাজ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জেদান আল মুসা জানান, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।