ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনি জানান দিচ্ছে আজ (২৮ সেপ্টেম্বর) শুভ মহালয়া। আর এর মধ্যদিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
দুর্গাপূজা উপলক্ষে আগেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষ করার পর রঙ-তুলির আঁচরে বর্ণিলভাবে প্রতিমা সাজানো হচ্ছে।
পঞ্জিকা বলছে, এবার মা দুর্গা আসছেন ঘোটকে বা ঘোড়ায় চেপে। দশমীর দিন তিনি ফিরেও যাবেন ঘোড়ায় চেপে।
এবার দিনাজপুর জেলায় ১ হাজার ২৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের চেয়ে ৩৫টি মণ্ডপ বেশি। জেলায় এ বছর সবচেয়ে বড় প্রতিমা তৈরি হচ্ছে বিরল উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ‘আমরা ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে সভা করেছি। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে ৪ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।’