ক্যাসিনো মামলার আসামি ও সন্দেহভাজনদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে ও চেকপোস্টে বাড়তি সর্তকতা জারি করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ।
যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও গিয়াস উদ্দিন কাদেরসহ ৮ নেপালের নাগরিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে হিলি ইমিগ্রেশনে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হিলি ইমিগ্রেশনে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার থেকে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার একটি চিঠি এসে পৌঁছায়। এরপর থেকেই হিলি বন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ক্যাসিনো মামলার আসামিদের দেশত্যাগে বেনাপোলে সতর্কতা
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালেব বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪শত পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেন। বিভিন্ন অভিযোগে ঢাকা দক্ষিণের যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও গিয়াস উদ্দিন কাদেরসহ ৮ নেপালের নাগরিকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে একটি চিঠি পুলিশ সদর দফতর থেকে আসার পর এই সর্তকতা জারি করা হয়েছে।