২৩ কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-20 19:19:35

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ কোটি টাকা ব্যয়ে ওই সেতু নির্মাণ করা হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সেতুর নির্মাণ কাজের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থ সেতুটির কাজ শেষ হতে সময় লাগবে ২ বছর। পুরানো মাথাভাঙ্গা সেতুর পাশেই নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতু।

চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু মাথাভাঙ্গা। বেশ কয়েক বছর আগেই সেতুটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চলতি বছর ১১ জুন সেতুর একাংশ ধসে যায়। এতে চুয়াডাঙ্গা-মেহেরপুরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ১ মাসের বেশি সময় ধরে বিচ্ছিন্ন ছিল। পরে মেরামত শেষে হালকা যানবাহন চলাচল শুরু হলেও ভারী কোনো যানবাহন চলাচল করছে না।

এ সম্পর্কিত আরও খবর