জনগণ পাশে থাকলে দুর্নীতিও নির্মূল হবে: পলক

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-19 11:20:32

নৌকায় ভোট দেওয়ায় দেশে শান্তি এসেছে। তাই দেশের মানুষ এখন শান্তিতে আছে। যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও মাদকের পর এবার দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের পাশাপাশি জনগণ পাশে থাকলে দেশ থেকে দুর্নীতিও নির্মূল করা হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সিংড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

সামাজিকভাবে জুয়া নির্মূলে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পুলিশ বা জনপ্রতিনিধি মাদক, জুয়া থেকে মাসোহারা নিয়ে এসব অপরাধকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজিসহ ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর