পাটুরিয়া ঘাটে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-31 17:50:30

পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত, ফেরি সংকটের কারণে অপেক্ষমাণ যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এতে বাড়ছে ভোগান্তি। বাস ও ছোট গাড়ির ভোগান্তি কম হলেও দীর্ঘ ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকরা। তবে জরুরি পণ্যবাহী ট্রাকগুলো নৌরুট পারাপার করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতেই।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস ও ট্রাক মিলে দুই শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে।

বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল। গত ৩-৪ দিন ধরে পদ্মা নদীর পাটুরিয়া ফেরিঘাট এলাকায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ভোগন্তি বাড়ছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম জিল্লুর রহমান জানান, নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে তিনটি ফেরি মেরামতে থাকায় নৌরুটে চলাচল করছে ১৩টি ফেরি। অপরদিকে দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের চাপও রয়েছে বেশি। যে কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ যানবাহনের সারি।

এ সম্পর্কিত আরও খবর