গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের ৫টি উপজেলায় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে কাজ করতে না পেরে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এ কারণে হাটবাজার ও সড়ক জনশূন্য রয়েছে। যাত্রী না পেয়ে বেকার সময় পার করছে অটোরিকশা, ভ্যান চালকরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা গেছে।
জেলার তেঁতুলিয়া উপজেলার পাথর শ্রমিক অরুন রায় বলেন, 'আমরা গরিব মানুষ। কাজ করতে না পারলে আমাদের সংসার চলে না। কিন্তু বৃষ্টির কারণে সাইডে কাজ বন্ধ রয়েছে। তাই বসে রয়েছি।’
একই কথা জানালেন বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথর শ্রমিক জামিলা খাতুন। তিনি বলেন, 'ঠাকুরগাঁও থেকে কাজ করতে এসেছি। এখানে কাজ করে যা পাই তা দিয়ে সংসার চলে। সপ্তাহে ৭শ টাকার একটি কিস্তি রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে হঠাৎ কাজ বন্ধ থাকায় খুব সমস্যায় পড়েছি।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জেলার মতো পঞ্চগড়েও কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।