গোপালগঞ্জে ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য জাকারিয়া ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালায় পুলিশের দুটি দল। এই সময় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে আসামি এখলাছ, তরিকুল ও ইব্রাহিমকে এবং গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে অপর ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া এলাকার ঘের ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য জাকারিয়া ভূঁইয়াকে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহত জাকারিয়ার বড় ভাই গোলাম রব্বানী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।