গোপালগঞ্জে অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-12 12:45:31

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ও রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারে ও মুকসুদপুর উপজেলার রাঘদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা বাজার অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি করার দায়ে মেসার্স চৌধুরী মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে আরো ৪ টি প্রতিষ্ঠানকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, রোববার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার রাঘদী বাজারে অভিযান চালিয়ে পঁচা বিস্কুট ও নষ্ট লবণ দিয়ে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে মেসার্স কাদের বেকারিকে ১০ হাজার টাকা ও বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে খাদ্যদ্রব্য তৈরির দায়ে মেসার্স বি.বাড়িয়া বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন ও কোটালীপাড়া-মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর