জামালপুর রেল স্টেশন এলাকা থেকে রুবেল আহমেদ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর রেল স্টেশন এলাকা থেকে ওই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
জানা যায়, জামালপুর রেল স্টেশনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুবেলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি মিয়ানমারের মুংগু এলাকায় পিকবলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া মুসুলি ২ নং ক্যাম্পে শরণার্থী হিসেবে আশ্রয় নেন।
রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যে জানা যায়, সবুজ, শাকিল, রিয়াজ নামের আরও তিন রোহিঙ্গা যুবকসহ সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে জামালপুরে বিভিন্ন জায়গায় কুলির কাজ করতেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, রুবেলকে জামালপুর স্টেশন থেকে আটক করে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।