গান্ধীর জন্মদিনে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-30 16:41:08

মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

স্থানীয় কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন আজ। এ উপলক্ষে সেদেশে সরকারি ছুটি রয়েছে। তাই ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ আমদানিকৃত পণ্য পরীক্ষণ, শুল্কায়ন, লোড, আনলোড, ডেলিভারি দেয়াসহ বন্দর ও কাস্টমসের সব বিভাগ খোলা রয়েছে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ রফিকুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার যথারীতি স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর