রেলে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-19 02:49:12

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি আছে এটা সত্য। আমরা চেষ্টা করছি এ সেক্টরের উন্নতি করতে। ক্যাসিনোর মতো রেলে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে।’

বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর-ময়মনসিংহ সেকশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। ওই সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে যাত্রা বিরতিকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে, তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। ছাত্রদল, যুবদল এমনকি রেলওয়ে শ্রমিকলীগে যারা এখানে আছেন তারাও আগে বিএনপিতে ছিলেন। এখন তারা আওয়ামী লীগ করেন। যারা দলে প্রবেশ করে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে যমুনা নদীর উপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন হবে। এই ডাবল লাইন ঈশ্বরদী পর্যন্ত হবে। এছাড়া সিরাজগঞ্জ হতে বগুড়া পর্যন্ত আলাদা রেললাইনের কাজ শুরু হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেললাইনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে জনগণের চাহিদা পূরণ হবে।’

এ সময় রেলপ্রতিমন্ত্রীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর