পেঁয়াজের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-25 07:25:43

কক্সবাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ইসমাইল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতের পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রির নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ইসমাইল ট্রেডার্সের কর্মচারীরা ৭০ টাকার পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বস্ত্র সেল) তৌফিকুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

এ সম্পর্কিত আরও খবর