কক্সবাজারে ভোটার হতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-27 14:11:37

ভুয়া ঠিকানা ও কাগজপত্র নিয়ে ভোটার হতে এসে কক্সবাজারের উখিয়ায় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ছবি তুলতে আসা এ তিন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউপি’র সোনার পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এদের আটক করা হয়। পরে রাত আটটার দিকে তিন রোহিঙ্গাকে এক মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই ইউনিয়নের ডেইল পাড়া এলাকার আয়ুব আলীর ছেলে আবদুল হামিদ (৩২), ছৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন (২৮) ও হোসেন আহমেদের মেয়ে মুর্শিদা বেগম (২৫)।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোটার হতে ছবি তুলতে আসলে তাদের কথা-বার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে ভ্রমমাণ আদালত পরিচালনা করে তাদের এক মাস করে জেল দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর