বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-11 00:32:45

নোয়াখালীর সোনাইমুড়িতে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় ৯ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল সোনাইমুড়ীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- এনাম স্টোরকে ৫ হাজার টাকা, মিলন স্টোরকে ২ হাজার, রাসেল স্টোরকে ৫ হাজার, দীলিপ বার্দার্সকে ৫ হাজার, আহমেদ উল্ল্যা স্টোরকে ১ হাজার, নজরুল স্টোরকে ৫ হাজার, স্মৃতি স্টোরকে ৫ হাজার, শ্রীরাম বার্দার্সকে ১ হাজার ও পাইকারি বিক্রেতা নুর বাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ১০০ টাকা কেজি পর্যন্ত বাজার দর পাওয়া যায়। অভিযানের পর থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, বাজারে পেঁয়াজের অস্তিরতা রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর