৪ দিন পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি(দিনাজপুর) | 2023-09-01 02:06:39

চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে পেঁয়াজের। ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে ২৮ সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৭০ টি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

নানা জটিলতা শেষে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে। ৭০ টি ট্রাকে ১ হাজার ৬শ মেট্রিক টন পেঁয়াজ আসবে।

পেঁয়াজ ব্যবসায়ীরা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর তা আটকে যায়। নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেঁয়াজ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচবো।

এ সম্পর্কিত আরও খবর