যমুনায় কমছে পানি, বাড়ছে ভাঙন

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-18 16:53:43

টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে। যমুনা নদীতে বিপদসীমার ১২.৬৬ সেন্টিমিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীতে পানি কমতে থাকলেও জেলার ভুঞাপুর উপজেলার চারটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ইতোমধ্যে প্রায় শতাধিক বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে। সেই সাথে বিভিন্ন ধরনের ফসলি জমিও চলে গেছে নদীতে। এতে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে নদীর পূর্বপাড়ের মানুষ। অন্যদিকে ভাঙন অব্যাহত থাকলেও তা নিরসনে কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড।

ভাঙন কবলিতরা জানান, যমুনার করালগ্রাসে শতাধিক বাড়ি ঘর নদীতে বিলীন হয়েছে। কার্যকর কোন উদ্যোগ না নেওয়ায় ভাঙন অব্যাহত রয়েছে। ফলে ক্রমেই ভেঙে যাচ্ছে পুরাতন জনপদ।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ড সুূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানি বাড়লেও কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। যমুনার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর