ভরা পানিতে ঠাঁই দাঁড়িয়ে কমিউনিটি ক্লিনিক!

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-27 09:50:07

লেছড়াগঞ্জ চর থেকে: মানিকগঞ্জের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়ন। আধুনিকতার ছোঁয়া পাওয়া দায় এখানে। প্রায় ৪০ হাজার লোকের বসবাস এই ইউনিয়নে। তবে পুরো এলাকায় নেই কোনো হাসপাতাল। চিকিৎসার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক। সেটাতেও নানা সমস্যা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ওই ক্লিনিকে যাওয়ার সড়কসহ আশপাশ এলাকা। যেন ভরা পানিতে ঠাঁই দাঁড়িয়ে আছে কমিউনিটি ক্লিনিক

জানা গেছে, বৃষ্টি হলে ক্লিনিকটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর ক্লিনিকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগেরও অন্ত নেই। যেমন- ঠিক মতো খোলা থাকে না, প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধই দেওয়া হয় না।

ফয়জুল শেখ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, চরাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই ক্লিনিক। তবে সব সময় এখান থেকে সেবা পাওয়া যায় না। আবার ক্লিনিক খোলা থাকলেও ওষুধ পাওয়া যায় না।

হাসেনা বানু নামের এক বৃদ্ধা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বিপদ আপদ আসলেই হরিরামপুর বা মানিকগঞ্জ যাওয়া ছাড়া কোনো গতি নাই। আবার এলাকায় যে ক্লিনিক আছে সেখানে বর্ষাকালে যাওয়া যায় না। একটু বৃষ্টি হইলেই যাওয়ার রাস্তা তলিয়ে যায়। কাজেই ওই ক্লিনিক থেকে কোনো সেবা পাওয়া যায় না।’

গত বুধবার (২ আক্টোবর) সকালে কথা হয় কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাশেদ মিয়ার সঙ্গে। তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘চরাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০১৫ সালে স্থাপিত হয় ক্লিনিকটি। সরকারিভাবে এখানে ২৭ প্রকার ওষুধ সরবারহ করা হয়। তবে ছয় মাসের ওষুধ শেষ হয় দুই-তিন মাসে। পরে দু-একটি ওষুধ ছাড়া আর কোনো ওষুধ দেওয়া যায় না।’

কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘কোনো কারণে আমি ছুটি বা ট্রেনিংয়ে থাকলে ক্লিনিক বন্ধ রাখা ছাড়া বিকল্প উপায় থাকে না।’

এ বিষয়ে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম ওরফে সোনা মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘অপরিকল্পিতভাবে ওই ক্লিনিক নির্মিত হওয়ায় প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলবাসী। তবে খুব অল্প সময়ের মধ্যে ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে।’

এ সম্পর্কিত আরও খবর