হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-26 12:47:32

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা-হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভারতীয় কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট ও ইমপোর্টার অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়ে জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে তারা শনিবার (৫ অক্টোবর) থেকে শুক্রবার (১১ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রফতানি করবে না। তবে ১২ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রফতানি চালু হবে।

তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

এ দিকে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, পূজা উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এ সম্পর্কিত আরও খবর