পাটুরিয়ায় চাপ নেই বাসের, পার হচ্ছে ট্রাক

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-10 18:09:52

প্রচণ্ড স্রোতের কারণে গত কয়েকদিন ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কম থাকায় নদী পারাপার করছে দুই পাড়ে আটকে থাকা পণ্যবাহী ট্রাক।

শনিবার (০৫ অক্টোবর) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ খবর জানান পাটুরিয়া ফেরিঘাটের ট্রাফিক ইন্সপেক্টর রাসেল আরাফাত।

তিনি বলেন, শুক্রবার রাতে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম থাকায় ঘাট এলাকায় আটকে থাকা ট্রাকগুলোকে সিরিয়াল অনুসারে নৌরুট পারাপার করা হয়। এতে করে ট্রাকের চাপও অনেকটা কমে আসে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে বিকেলের মধ্যেই আটকে থাকা যানবাহন পারাপার সম্পন্ন হবে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত ও দৌলতদিয়া ঘাট এলাকায় পন্টুন সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যে কারণে ভোগান্তি হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী অপেক্ষামান বাস না থাকলেও বর্তমানে দুই শতাধিক ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর