কমছে পদ্মার পানি, ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-09-01 12:54:33

পাবনার পদ্মায় পানি কমতে শুরু করেছে। শনিবার (৫ আক্টোবর) দুপুর ১২টায় পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে সেখানে বিপদসীমার (১৪ দশমিক ২৫ সেন্টিমিটার) চেয়ে দশমিক ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, ভারত থেকে ধেয়ে আসা উজানের ঢল আর অতিমাত্রায় বৃষ্টিতে পাবনার তিনটি উপজেলার ১৩ ইউনিয়নের অর্ধশত চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।

কৃষি বিভাগের দাবি, প্রাথমিকভাবে আট কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারত থেকে ধেয়ে আসা ঢলে পদ্মার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে। একই সঙ্গে অন্যান্য শাখা নদী বড়াল, চিকনাই, গুমানিতে পানি বাড়ার কারণে অনেক এলাকা ডুবে যায়। গত এক সপ্তাহ পদ্মায় পানি প্রবাহ বেড়ে গেলেও শনিবার থেকে পানি প্রবাহ কমতে থাকে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুর ১২টা পর্যন্ত পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পাউবোর হাইড্রোলজি বিভাগের কর্মীরা ৪ দশমিক ২৮ সেন্টিমিটার পানি রেকর্ড করেছেন। ইতোমধ্যেই পানি কমতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসবে।’

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পদ্মায় পানি বাড়ায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। তাছাড়া পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত উপজেলার ইউএনও ও কৃষি বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছ।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, সদর উপজেলার হেমায়েতপুর, ভাড়ারা, দোগাছি এবং চরতারাপুর, সুজানগর উপজেলার ভায়না, সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, মানিকহাট, সাগরকান্দি ও পৌরসভা এবং ঈশ্বরদী উপজেলার লীপুর, পাকশী ও সাড়া ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী বলেন, ‘বৃষ্টিতে আগেই নিচু এলাকার পেঁয়াজ, ডাল ও সবজিসহ অনেক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর পদ্মার পানি বাড়ায় ফসলের ক্ষতি আরও বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঈশ্বরদী, পাবনা সদর এবং সুজানগর উপজেলায়। এসব এলাকার পেঁয়াজ, মাষকলাই, পেঁপে, গাজর, মুলা, মরিচ, কলা ও বেগুনসহ বিভিন্ন শাক-সবজির ক্ষেত ডুবে গেছে।’

এ সম্পর্কিত আরও খবর