রিফাত হত্যা: চার আসামির আদালতে আত্মসমর্পণ

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা টোয়েন্টিফোর.কম,বরগুনা | 2023-08-24 02:11:28

বরগুনায় রিফাত হত্যা মামলায় চার্জশিটভুক্ত পলাতক নয়জন আসামির মধ্যে চারজন আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তারা। এদের মধ্যে তিনজন শিশু, একজন প্রাপ্ত বয়স্ক।

এরা হলেন-বন্ড গ্রুপের সদস্য মোহাইমিনুল ইসলাম সিফাত, শিশু অপরাধী প্রিন্স মোল্লা, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান আদালতে আত্মসমর্পণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার ৩ অক্টোবর পলাতক আট আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কাদের বিষয়টি নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, রিফাত হত্যার চারজন আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া পলাতক ছিলেন আরও নয় আসামি। যাদের মধ্যে আজ চার আসামি আত্মসমর্পণ করেছেন।

গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর