আজ মহাষ্টমী ও কুমারী পূজা

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-22 08:35:28

আজ রোববার (৬ অক্টোবর) মহাষ্টমী ও কুমারী পূজা। শারদীয় দুর্গাপূজার আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ একটি দিন। তাইতো সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অষ্টমী পূজা ও অঞ্জলির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জেলার ১৩৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধূপের আরতি আর নানা ব্যঞ্জনার উপকরণ সজ্জা, ঢাকঢোল-কাসার ঘণ্টার শব্দে মুখরিত চারদিক।

সকালে মহাষ্টমী পূজা ও অঞ্জলির পরপরই শুরু হয় দেবীর সন্ধি পূজা। আর সকাল থেকেই অঞ্জলি দিতে ভক্তদের ঢল নামে পূজা মণ্ডপগুলোতে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এবারো চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় মহা ধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ২২টি মূর্তি নিয়ে বাইশপুতুল দুর্গাপূজা।

বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সম্পাদক শ্রী মৃণাল কান্তি পাল শান্ত জানান, আনুমানিক ১৭০৫ সাল থেকে এখানে পূজা উদযাপিত হচ্ছে। আজ মহাষ্টমী ও কুমারী পূজা। শান্তিপূর্ণভাবে এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর