টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

টাঙ্গাইল, দেশের খবর

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-09-01 00:07:07

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় সোহেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গোড়াই জোড়পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। নিহত সোহেল উপজেলার গোড়াই ইউনিয়নের ভরপাড়া গ্রামের ময়নাল সিকদারের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সোহেল কমফিট কম্পোজিট মিলে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার জোড়পুকুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মতিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে সোহেল মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর