ফতুল্লায় জেনারেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-20 11:22:40

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় মাহমুদুল হক বাবলু (৫১) নামে এক জেনারেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লার হাজীগঞ্জ বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবলু ফতুল্লার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। হামলায় জড়িত থাকার অভিযোগে রাকিব নামে একজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে হাজীগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে বাবুলকে টেনে বের করে বেধরক মারধর করেন অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক। মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় রাকিব নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। এছাড়া তার ভাই আলম, খালেক, পলাশসহ বাকি অভিযুক্তদেরও আটক করার চেষ্টা চলছে। তবে কেন বাবলুকে হত্যা করা হয়েছে, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাবলুর খালু আব্দুল মজিদ জানান, ইলেক্ট্রনিক মেকানিক বাবলু জেনারেটর ব্যবসা করতেন। বছর খানেক ধরে তল্লা এলাকার বেনু মিয়ার ছেলে আলম ও তার ভাইয়েরা বাবলুর জেনারেটর ব্যবসা দখল করতে মরিয়া হয়ে ওঠেন। ব্যবসা দখল করতে না পেরে তাকে পিটিয়ে হত্যা করেছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর