চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-27 11:36:17

চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী সুজন মিয়ার (২৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর জীবননগর পোস্ট অফিসপাড়ার ভাড়া বাসা পরিবর্তন ও পারিবারিক কলহের জের ধরে স্বামী সুজন মিয়ার সঙ্গে স্ত্রী রুনা খাতুনের ঝগড়া হয়। একপর্যায়ে সুজন রুনাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় রুনার বাবা বদর উদ্দীন মন্ডল বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগ পত্র দাখিল করেন। মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত এ রায় দেন।

এ সম্পর্কিত আরও খবর