কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-26 13:32:34

ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কমলা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলা বেগম উপজেলার বড় সিমলা গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

কমলা বেগমের স্বজনরা জানান, গত ৫দিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন।

নিহতের ননদ হাজেরা বেগম জানান, তার ভাবি ৫ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে রোববার রাতে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন সাফায়াত জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলা বেগম অত্যন্ত খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এরপর তাকে অন্য জায়গায় রেফার্ড করা হলেও রোগীর স্বজনরা তাকে অন্যত্র নিয়ে যাননি। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর