‘ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল’

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-27 19:38:52

ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফরিদপুর শহর সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। শুধু শহর নয়, গোটা জেলায় বর্তমান সরকারের সময়ে এ অবস্থা বিরাজ করছে। এখানে সবাই মিলে মিশে উৎসবগুলো পালন করে।’

সোমবার (৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সব মণ্ডপে আর্থিক সহায়তা ও শাড়ি-লুঙ্গি দেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সব সময় বলি, ধর্ম যার যার, উৎসব সবার। সত্যিকার অর্থে আমাদের উৎসবগুলো সবাই আমরা এক হয়ে উদযাপন করি। এটাই এ জেলার সবচেয়ে বড় একটা অর্জন যে আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি। আমরা প্রত্যেকেই একে অন্যের ধর্মকে আমরা সম্মান করি, আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ মিলে মিশে শান্তিতে বসবাস করুক।’


এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, প্রেসক্লাবে সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর