ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি পাইপগান, তিন রাউন্ড রাবার বুলেট ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. কাজল মিয়া (৪৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়ায় অভিযান চালিয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, কাজল দীর্ঘ ২৫ বছর ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কাজল। পরে তাকে আটক করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।