জামালপুরে পাচারকালে ১৩১ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর | 2023-08-30 07:09:08

জামালপুরের মাদারগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র লোকজনের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ১৩১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৩নং গুনারীতলা ইউনিয়নের বালাভরত গ্রাম থেকে চালগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির জন্য গোপনে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিলার আমিনুল ইসলাম জুয়েলের গুদাম থেকে চাল বের করার সময় হাতে নাতে ধরা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার সময় সবাই প্রতিমা বিসর্জন নিয়ে ব্যস্ত থাকায় গোপনে হতদরিদ্রদের ১০ টাকা কেজি চাল আমিনুল ইসলাম জুয়েলের গুদাম থেকে পাই। এসময় ঘটনাস্থল থেকে জুয়েল পালিয়ে যায়। সেখানে কাউকে আটক করা যায়নি । তবে এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

এ সম্পর্কিত আরও খবর