বিজয়া দশমীতে গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-22 15:44:52

দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত করতে গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মধুমতি নদীর বিল রুট চ্যানেলের সাতপাড়ে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজার হাজার দর্শক।

নৌকা বাইচ উপলক্ষে সাতপাড়ে নদীর দুই পাড়ে বসে মেলা। মেলায় মিষ্টি, মাটির খেলনা, আসবাবপত্র, বাঁশ ও বেতের সরঞ্জাম, গহনাসহ বাহারি পণ্যের দোকান বসে। মিষ্টি পান, জিলাপি, মজাদার চানাচুর কিনতে ভুল করেননি মেলায় আগতরা।

বিজয়া দশমীর দিন মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে সাতপাড় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।


প্রতিবছর বিজয়া দশমীর দিনে শত বছরেরও বেশি সময় ধরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু গোপালগঞ্জ নয়, জেলার আশপাশের এলাকা মাদারীপুর, বাগেরহাট জেলা থেকে অসংখ্য দর্শক নৌকা বাইচ উপভোগ করতে এখানে সমবেত আসেন।

নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সরেঙ্গা, ছিপ, কোষা, বাচারীসহ ২২টি নৌকা অংশ নেয়। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বাইচ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইদুর রহমান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

সাতপাড় ছাড়াও জেলার কোটালীপাড়ার ঘাঘর নদীতে ও কাশিয়ানীর কুমার নদে এবং রামদীয়া খালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর