খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-30 13:46:41

খুলনাঞ্চলে কমছে না ডেঙ্গু জ্বরের প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাফি গোপালগঞ্জ জেলার বেতগ্রামের মতি রাসেলের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা.শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে রাফি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক বার্তাটোয়েন্টিফোর. কমকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় এ পর্যন্ত নারী-শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ মাসের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। শীতের আভা শুরু হলে এডিস মশা কমবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর