পাটুরিয়া দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ১২ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম ,মানিকগঞ্জ ও রাজবাড়ী | 2023-08-28 01:45:28

পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত অব্যাহত রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এতে করে ক্রমেই অপেক্ষমাণ যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে উভয় ফেরিঘাট এলাকায়। নদীতে স্রোত ছাড়াও দৌলতদিয়ায় ঘাট পন্টুনের সমস্যার কারণে ভোগান্তি বাড়ছে বলে দাবি ফেরি ঘাট কর্তৃপক্ষের।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় ১২ শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে বলে জানান উভয় ফেরিঘাট কর্তৃপক্ষ। খুব অল্প সময়ের মধ্যে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ঘাট পন্টুন সংস্কার করে যান পারাপার উপযোগী না করতে পারলে ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।

পাটুরিয়া দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ১২ শতাধিক যানবাহন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের বিআইডব্লিউটিসি'র বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ঘাট পন্টুনগুলো প্রচণ্ড স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত। ঘাটের ৫ নাম্বার ও ৬ নাম্বার পন্টুন দিয়ে কোনো রকমে যানবাহন পারাপার স্বাভাবিক রাখা হয়েছে।

তবে যে কোনো সময় ওই পন্টুন দুইটিও নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে পন্টুনগুলো সংস্কার না করা হলে দীর্ঘ সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষমাণ যানবাহনের মধ্যে বেশিরভাগই রাজধানীমুখী পণ্যবাহী ট্রাক বলে জানান তিনি।

পাটুরিয়া দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ১২ শতাধিক যানবাহন

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে যানবাহন পারাপারে চলাচল করছে মাত্র ৬টি ফেরি। সেগুলোও যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় এবং দৌলতদিয়ায় ঘাট পন্টুনের সমস্যার কারণে এমন ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি।

সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক বাস, সাড়ে তিনশো ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এছাড়াও মহাসড়কের সংযোগ মোড়ে দেড় শতাধিক ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর