সাভারের আশুলিয়ায় বিকাশের টাকা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, খেলনা পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী আমির উদ্দিন মার্কেটের সামনে সাদেক ভূঁইয়ার মার্কেট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায় নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীরা বিকাশের (এআর) বিক্রয় প্রতিনিধিদের টাকা ছিনতাই করার জন্য তাদের পিছু পিছু আশুলিয়ার ভাদাইল এলাকায় যায়। পরে আবু সাদেক ভূঁইয়ার মার্কেটে রাজ্জাকের বিকাশের দোকানের সামনে তাদের টাকা ছিনতাই করার চেষ্টা করে। এসময় বিক্রয় প্রতিনিধির চিৎকারে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এক বিক্রয় প্রতিনিধি আহত হয়েছেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু সায়েদ বলেন, এ ঘটনায় বিকাশ কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছেন।