উল্লাপাড়া পৌর মেয়রের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-22 00:24:54

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে তার সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয় থেকে সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত পত্রে মেয়রের স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসহ দুর্নীতি দমন কার্যালয়ে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাতের যে রেকর্ডপত্রসহ নির্বাচনী হলফনামা চাওয়া হয়েছিল তা ইতোমধ্যে দুর্নীতি দমন কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা তদন্তপূর্বক যা করনীয় তা করবে।

এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম জানান, আমি কোনো অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের সাথে জড়িত নই। ভুয়া অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন থেকে রেকর্ডপত্র চাওয়া হয়েছিল। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে করলে প্রকৃত সত্য উদঘাটিত হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর