খাদ্য অধিদফতরের কর্মকর্তাসহ ৬ জন কারাগারে

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-30 07:19:29

দুদকের দায়ের করা মামলায় জামিন নিতে এসে বুধবার (৯ অক্টোবর) বিকেলে কারাগারে গেলেন এলএসডি গোডাউনের কর্মকর্তা, তদন্ত কমিটির সদস্যসহ ৬ জন।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়া এলএসডি খাদ্য গোডাউনের বিপুল পরিমাণ গম আত্মসাৎ পূর্বক গোঁজামিল দিয়ে হিসাব দাখিল করায় দুদক মামলা দায়ের করে। সেই মামলায় জামিন নিতে এসে গ্রেফতার হন তারা।

পাবনার স্পেশাল জজ আদালতে হাজির হয়ে বিচারক শেখ মো. নাসিরুল হকের নিকট জামিনের প্রার্থনা করেন তারা। অভিযুক্তরা হলেন, প্রাক্তন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওমর হোসেন, প্রাক্তন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সামাদ, প্রাক্তন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, প্রাক্তন খাদ্য পরিদর্শক মোঃ সাদাত হোসেন, খাদ্য পরিদর্শক মো. হুমায়ুন কবীর ও ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম (বকুল)।

দুদক পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া এলএসডি গোডাউনের ৩০০ বস্তা গম ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ কুমার সরকার আত্মসাৎ করেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। ওই কমিটিও পরিতোষের পক্ষ নিয়ে বস্তার হিসাব নিয়ে গোঁজামিল করে। পরে, বিষয়টি দুদকের তদন্তে ধরা পড়ে। এ ঘটনায় দুদক ৪ আগস্ট মামলা দায়ের করে। ওই মামলার বাদী ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান এবং মামলাটির তদন্ত করেন উপ-সহকারী পরিচালক আব্দুল করিম মোল্লা।

এ সম্পর্কিত আরও খবর