আমার কথা শোনো

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-31 20:18:27

শিশুদের অধিকার বিষয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি আক্তার (১১) বলেন, তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। বর্তমান সরকার শিশুদের জন্য যে সকল সুযোগ-সুবিধা দিয়েছে এবং আমরা যা ভোগ করছি এজন্য সরকারকে সাধুবাদ জানাই।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন জান্নাতি আক্তার।

গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী ববিতা আক্তার বলেন, আমরা যারা শহরে থাকি তারাই বেশি সুযোগ সুবিধা পাই। গ্রামের শিশুরা যাতে তাদের অধিকারগুলো ঠিকভাবে পায়, তার জন্য দায়িত্বশীলদের কাজ করার দাবি জানায়।

এতে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আবু জাফর সাবু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার, সাবেক সভাপতি আশিকুর রহমান শাওন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর