আবরার হত্যায় জড়িতদের অবশ্যই বিচার হবে: আইনমন্ত্রী

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-24 06:16:16

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘আবরার হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, মামলাটি দ্রুত বিচারে নেওয়া হবে কিনা।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকল আদালত ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।



আইনমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব সময় আন্তরিক। তার ধারাবাহিকতা আমরা সারা বাংলাদেশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্যোগ নেই। এর ফলে এ অঞ্চলের মানুষের দায়েরকৃত মামলাগুলো আরও দ্রুত নিষ্পত্তি হবে।’

তিনি আরও বলেন, ‘সকল আদালত ভবনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।’

নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী -৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম এমপি, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চট্রগাম গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন আহাম্মদ, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বকশি সহ জেলার বিশেষ ব্যক্তিবর্গ ও আইনজীবীরা।

এ সম্পর্কিত আরও খবর