মানিকগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-25 19:39:42

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সরকারি নির্দেশ অমান্য করে শিবালয়ের যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের নিকট থেকে জব্দকৃত দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

মা ইলিশ শিকার বন্ধে নদীতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর