সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি ৮দিন বন্ধ থাকার পর শনিবার (১২ অক্টোবর) থেকে পুনরায় আমদানি -রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে দুর্গাপূজার ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর মোট ৮দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ ।
এ বিষয়ে পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বার্তাটোয়েন্টফোর.কম-কে জানান,' দুর্গাপূজার উপলক্ষে ৮দিন বন্ধ থাকার পর আজ থেকে বন্দর দিয়ে ভারত,নেপাল ও ভূটানের সাথে পুনোরায় আমদানি -রফতানি কার্যক্রম শুরু হয়েছে'।