নভেম্বরের মধ্যে দলের আবর্জনা নিধন শেষ করবে আ'লীগ

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-21 01:22:17

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দলের ভেতরে জমে থাকা সব আবর্জনা নিধন শেষ করবে আ'লীগ। এজন্য জেলা পর্যায়ের কমিটিকেও এসব আবর্জনা নিধনের নির্দেশ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। নৌকায় উঠতে মরিয়া এখন অনেক ষড়যন্ত্রকারী। আগামী ৩০ নভেম্বর জেলা ও উপজেলা পর্যায়ের সম্মেলন শেষ করতে চাই আওয়ামীলীগ। তাই জেলার সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার আবর্জনা নেতা দলে ঢুকতে না পারে।

তিনি বলেন, টানা তিনবার ক্ষমতায় থাকার কারণে কিছু আবর্জনাযুক্ত নেতাকর্মী দলে ঢুকে পড়েছেন। চলমান অভিযান এসব আবর্জনা পরিস্কারের। সবাই আওয়ামী লীগকে সমর্থন করতে পারে। কিন্তু পদ-পদবী সঠিক নেতাকর্মীরা পাবে। তাই সবাইকে সতর্ক থেকে আগামী ৩০ নভেম্বরের সম্মেলন সফল করতে হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়সহ শীর্ষ নেতারা।

এ সম্পর্কিত আরও খবর