হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার জন্য ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম দুইদিন বন্ধ থাকবে।
রোববার (১৩ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজীব উদ্দিন ভূইয়া জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে রোববার ও সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে । তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এর আগে ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে গত ২ অক্টোবর আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরদিন ৩ অক্টোবর পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলে। তবে ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে।