গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ অভিযান চালিয়ে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান জানান, দুপুরের দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সদর বাজারে অভিযান চালানো হয়। ওই সময় পেঁয়াজের মূল্য তালিকা না থাকা ও দাম বেশি রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠাকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মুকসুদপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।