৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ মণ ইলিশ উদ্ধার

ঝালকাঠি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝালকাঠি | 2023-08-29 17:24:52

ঝালকাঠিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সুগন্ধা নাদী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার নেতৃত্বে নলছিটির বারইকরণ এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখেই পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন মণ ইলিশ মাছ এবং পাঁচটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো ঝালকাঠির কলেজ খেয়াঘাট এলাকায় পুড়িয়ে দেয়া হয়। এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে আরো ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, চলমান এ অভিযানে এখন পর্যন্ত এক লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ মাছ উদ্ধার। বেশ কিছু মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর