নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) ছালাউদ্দিন ভূঁইয়া।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভোট গণনা শেষে বে-সরকারি ফলাফল অনুযায়ী এ তথ্য প্রকাশিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ভোট গণনা ও কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ভোটের সংখ্যায় ছালাউদ্দিন ভুইয়া বে-সরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে।
অপর দিকে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির হোসেন। তিনি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে লড়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতির সামাল দিতে নির্বাচনী এলাকায় ও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল। নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।